ব্যবসায়ীরা হরহামেশাই মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করায় কাস্টমসের জটিলতার সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
বিদেশ থেকে কম মূল্যে আমদানি করলেও খালাসের সময় কাস্টমস কর্মকর্তারা নিজেদের মতো দাম হিসাব করেন বলে ব্যবসায়ীদের অভিযোগের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, “কাস্টমস কর্মকর্তারা যখন হরহামেশাই দেখছে ব্যবসায়ীরা মিথ্যা ঘোষণায় মাল আনছে। তখন তাদের কাজ হলো সন্দেহ করা।”
ব্যবসায়ীরা লেনদেনের সময় সব তথ্য দেন না বলে দাবি করে আবদুর রহমান খান বলেন, “আমরা যতক্ষণ সত্য ও ন্যায়ের ওপর দাঁড়াইতে না পারব, ততক্ষণ আমাদের সমস্যা যাবে না।”
গত সপ্তাহের এক অভিজ্ঞতা তুলে ধরে আবদুর রহমান খান বলেন, “গ্রামের বাড়িতে গেলে এক ব্যক্তি এসে বলল, ‘আমি প্রথমবার মাল আনছি। এইচএসকোড (পণ্যের শ্রেণীবিভাগকরণ নম্বর) ভুল হইছে। অনেক টাকা ট্যাক্স করতেছে। তো আমি ট্যাক্স দিয়ে দিব। আমাকে যেন জরিমানা না করে’।”
“জরিমানা তো ২০০ শতাংশ। তাও তার প্রথমবারের মতো। দেখলাম এটা গুরুতর অপরাধ যে সে যে মাল আনছে আর যে মাল ঘোষণা দিছে, সে বলতেছে সে প্রথম করছে, এই তার প্রথম আমদানি। বিসমিল্লাতেই রাজস্ব ফাঁকি।”
এনবিআর চেয়ারম্যান বলেন, “যা লেনদেন হয়, সব হিসাবে আনেন না ব্যবসায়ীরা। একটা বড় অঙ্ক হিসাবের বাইরে রেখে দেন। এটাও ব্যবসায়ীরা জানেন।”
রাজস্ব পুরোটা দেওয়ার সক্ষমতা না থাকায় অনেক ব্যবসায়ী আমদানি করা পণ্যের সঠিক হিসাব দেন না বলে উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, “যতক্ষণ সত্য এবং ন্যায়ের ওপর দাঁড়াইতে না পারব ততক্ষণ আমাদের সমস্যা যাবে না।”
এনবিআরের প্রাক-বাজেট নিয়ে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মধ্যে আলোচনা হয়।
নগদ লেনদেনের শর্ত তুলে দেওয়ার প্রস্তাব
বিগত কয়েক অর্থবছরে করপোরেট কর হার কমানো হলেও নগদ লেনদেনের যে শর্ত আছে তা দেশের অনানুষ্ঠানিক খাত বড় হওয়ায় সম্ভব হচ্ছে না বলে দাবি করে এফআইসিসিআই ও এমসিসিআই।
এফআইসিসিআইয়ের কর বিষয়ক উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া বাজেট প্রস্তাবের উপস্থাপনা করেন। তিনি করপোরেট কর কার্যকর হারের উন্নতির জন্য নগদ লেনদেনের সীমা প্রত্যাহার, উৎসে করের বিধান সংস্কার ও ধাপে ধাপে ন্যূনতম কর বাতিল করার পক্ষে প্রস্তাব করেন।
স্নেহাশীষ বড়ুয়া বলেন, “এই পদক্ষেপগুলো আরও প্রতিযোগিতামূলক কর পরিবেশ তৈরি করবে যা পরবর্তীতে অধিক বিদেশি সরাসরি বিনিয়োগ প্রবাহকে উৎসাহিত করবে।”
এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমান বলেন, “বিগত অর্থবছরগুলোতে শর্তসাপেক্ষে করপোরেট কর হার ধারাবাহিকভাবে কমানো হলেও, অর্থ আইন, ২০২৪ অনুযায়ী নগদ লেনদেনের শর্তাবলীর কারণে কেউই এই সুবিধা ভোগ করতে পারছে না।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh