দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল।
রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ ছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৫২ টাকা। পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের প্রতি লিটার দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা। নতুন দাম ঘোষণার পর আজ থেকেই তা কার্যকর।
এর আগে, সবশেষে গত ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২৭ মার্চ বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেন মিলমালিকেরা। ঈদের ছুটি শেষে গত সপ্তাহের শুরু থেকে দফায় দফায় দাম নিয়ে আলোচনা হয়। বৈঠকে দর-কষাকষি হলেও তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সয়াবিন তেল বাজার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh