Logo
×

Follow Us

ক্যাম্পাস

ইবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, আসন ফাঁকা ৪৮১

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬

ইবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, আসন ফাঁকা ৪৮১

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দশম মেধাতালিকা পর্যন্ত ভর্তি শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে গুচ্ছ পদ্ধতিতে এ, বি এবং সি ইউনিটে দশম মেধাতালিকা পর্যন্ত ভর্তি শেষে মোট আসন ফাঁকা রয়েছে ৪৮১টি। এতে এ ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে মোট আসন ফাঁকা ৩৫৪, বি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে মোট আসন ফাঁকা ৮১ এবং সি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে মোট আসন ফাঁকা ৪৬টি।

বিজ্ঞপ্তিতে, উক্ত আসনসমূহ পূরণের লক্ষ্যে এ ইউনিটের মেধাতালিকা ১৫৫৭ থেকে ৯১৫৭, বি ইউনিটের মেধাতালিকা ২৬৩ থেকে ৩৫০০ এবং সি ইউনিটের মেধাতালিকা ৫৮৬ থেকে ২০০০ এর মধ্যে যারা বিভাগপ্রাপ্ত হয়নি সে সব আবেদনকারি ভর্তিচ্ছুদের আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা এবং ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইউনিটভুক্ত অফিসে স্বশরীরে উপস্থিত থেকে ভর্তির আগ্রহ প্রকাশের নির্দেশনা দেয়া হয়েছে। ভর্তিচ্ছুদের বিভাগ বরাদ্দের পর আসন ফাঁকা থাকা সাপেক্ষে পুনরায় ১০ ফেব্রুয়ারি ১১তম মেধাতালিকা প্রকাশিত হবে। ১১তম মেধাতালিকা থেকে বিভাগপ্রাপ্ত ভর্তিচ্ছুদের ১২ ফেব্রুয়ারি ভর্তির যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে হবে। এসবের পরেও আসন ফাঁকা থাকলে পর্যায়ক্রমে ১৩ ও ১৫ ফেব্রুয়ারি উপরোক্ত উপস্থিতি তালিকা থেকে মেধাতালিকার ভিত্তিতে বিভাগ মনোনয়ন দেয়া হবে। মনোনীত ভর্তিচ্ছুদের ১৪ ও ১৬ ফেব্রুয়ারি উপস্থিত থেকে ভর্তির প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে ১৫ ও ১৬ জানুয়ারি ভর্তির আগ্রহ প্রকাশকারী কোনো শিক্ষার্থী যদি কোনো বিভাগ প্রাপ্ত না হন তবে তাদের উপরোক্ত দিনগুলোতে ইউনিটভুক্ত অফিসে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫