Logo
×

Follow Us

ক্যাম্পাস

কুবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কেয়া-সাইয়্যেদুল

Icon

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৩, ১৭:৫৪

কুবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কেয়া-সাইয়্যেদুল

শারমিন আক্তার কেয়া ও সাইয়্যেদুল ইসলাম চৌধুরী। ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিভাগীয় বিতর্ক সংগঠন ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং অ্যাসোসিয়েশনের ২০২৩-২৪ সালের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন  বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী শারমিন আক্তার কেয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের শিক্ষার্থী সাইয়্যেদুল ইসলাম চৌধুরী। 

আজ মঙ্গলবার (১৬ মে ) সংগঠনটির মডারেটর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক নার্গিস সুলতানা, সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি প্রণব চক্রবর্তী ও সাধারণ সম্পাদক রাকিন মাহতাব বনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে  সংগঠন কর্তৃক আয়োজিত আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতার-২০২৩ সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে সামিউল ইসলাম জিসান ও মুনিরা আক্তার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অন্তু চন্দ ও নুবাদ্দিল আহমেদসহ ৬ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

একই সাথে পরবর্তী দশ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫