Logo
×

Follow Us

ক্যাম্পাস

বাঁচতে চান জাবি শিক্ষার্থী জাহিদ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১১:৪৮

বাঁচতে চান জাবি শিক্ষার্থী জাহিদ

জাবি শিক্ষার্থী জাহিদ হাসান শেখ। ছবি: জাবি প্রতিনিধি

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’। ভূপেন হাজারিকার এই গানের মতোই একটু সহানুভূতি দরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের  ৪৫তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসান শেখের। তিনি রেক্টাল ক্যান্সারে (Rectal Cancer) আক্রান্ত।

জাহিদ অতি অল্প বয়সে রোড এক্সিডেন্টে তার মাকে হারান এবং তৃতীয় বর্ষে পড়াকালীন দুরারোগ্য ক্যান্সারে তার বাবাকে হারান। জাহিদ পরিবারের বড় সন্তান এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবন যুদ্ধে হার না মানা জাহিদ আজকে ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন। 

একমাস যাবত বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে এটি ‘গ্রেড থ্রি রেক্টাল ক্যান্সার’। অতিদ্রুত সুচিকিৎসা ব্যবস্থা করার মাধ্যমে এই ক্যান্সারকে জয় করা সম্ভব।  

তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া প্রয়োজন। এই চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা দরকার। যা জাহিদের একার পক্ষে যোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই জাহিদকে বাঁচাতে আর্থিক সহযোগিতা চেয়েছেন তার পরিবার ও বন্ধুরা।

একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে। একটি মানুষ বাচার স্বপ্ন দেখে। মানুষ হিসেবে এতটুকুই হতে পারে আমাদের বাঁচার সার্থকতা। 

সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ (পার্সোনাল) 
01632052595 (মুন্না, ইকোনমিকস-৪৫)

রকেট (পার্সোনাল) 
01632052595-3 (মুন্না, ইকোনমিকস-৪৫)

নগদ (পার্সোনাল) 
01632052595 (মুন্না, ইকোনমিকস-৪৫)

ব্যাংক একাউন্ট 

Izaz Ahmed 
Dutch Bangla Bank
Savar Bazar Branch 
Account Number : 137 105 0033484
Routing Number : 090264122 

Md Al Mahmud Munna
Agrani Bank
Jahangirnagar University Branch 
Account Number : 0200012499945
Routing Number : 010262267

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫