Logo
×

Follow Us

ক্যাম্পাস

ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১২:৫৯

ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে বেশ কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আসছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এরই ধারাবাহিকতায় পূর্বঘোষিত বাংলা ব্লকড কর্মসূচির অংশ হিসাবে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড় হতে থাকে শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা–আরিচা মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা।


আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোহেল বলেন, সারাদেশে ঘোষিত বাংলা ব্লকড কর্মসূচির অংশ হিসাবে আমরা এই কর্মসূচি পালন করছি। দুপুর ১টা পর্যন্ত এই অবরোধ চলবে। আমাদের দাবি মানা না হলে আমরা এর চাইতে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

এদিকে গতকাল মানববন্ধন থেকে বিকাল তিনটা থেকে সারাদেশের সাথে একযোগে ঢাকা–আরিচা সড়ক অবরোধের ঘোষণা দেন আন্দোলনকারীরা। তবে একই সময়ে ধামরাই থেকে সনাতন ধর্মাবলম্বীদের রথ যাত্রা শুরু হবে জানতে পেরে তাদের ভোগান্তির আশঙ্কায় অবরোধ কর্মসূচির সময় পরিবর্তন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


এ বিষয়ে আন্দোলনকরীদের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সারা দেশে ঘোষিত বাংলা ব্লকেড কে সফল করতে রবিবার বিকেল তিনটা থেকে আমরা সারা দেশের সকল ক্যাম্পাসের সাথে একযোগে ঢাকা-আরিচা অবরোধ কর্মসূচি রেখেছিলাম। আমরা জানতে পেরেছি আগামীকাল এই সময়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ হলে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের চারশো বছর ধরে পালিত ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা ব্যাহত হবে যেহেতু আয়োজনটি ধামরাই থেকে শুরু হয়ে থাকে। আমাদের সাথে আয়োজকদের এই বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের ধর্ম ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকারের প্রতি সম্মান জানিয়ে আমরা তাই আমাদের অবরোধ কর্মসূচির সময় পরিবর্তন করেছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫