
কোটাবিরোধী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ। এসময় দুইপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়। ফলে মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।
আজ সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।
সরেজমিনে দেখা যায়, হলপাড়ার দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেলা সোয়া ১২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়েছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে তারা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।