Logo
×

Follow Us

ক্যাম্পাস

বেরোবিতে এক শিক্ষার্থী নিহত, আহত দুই শতাধিক

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১৬:৫১

বেরোবিতে এক শিক্ষার্থী নিহত, আহত দুই শতাধিক

গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। ছবি: বেরোবি প্রতিনিধি

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ-পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আবু সাঈদ নামে ১২ ব্যাচের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে আহত হয়েছেন সাংবাদিকসহ দুই শতাধিক।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান। 

এর আগে শিক্ষার্থী বেলা ১২ দিকে রংপুর জেলা স্কুলে জড়ো হয়। পরে তারা কারমাইকেল কলেজ হয়ে বেরোবিতে অবস্থান নেন।

রিপোর্ট লেখা পর্যন্ত এখনো দুই গ্রুপের সংঘর্ষ চলছে। প্রায় ১০ হাজার শিক্ষার্থী অবস্থান করছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫