Logo
×

Follow Us

ক্যাম্পাস

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

 স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

১৯ জানুয়ারি থেকে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। ছবি: সংগৃহীত

দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদরাসা বিভাগ) মাসুদুল হক  এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষকদের অন্যান্য দাবিও চলতি বছর থেকেই বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা এবং শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘদিনের আন্দোলনের পর এই সিদ্ধান্তে ইবতেদায়ি শিক্ষকরা আনন্দিত। অনেকেই সরকারের এই পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত ১৯ জানুয়ারি থেকেই ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। জাতীয়করণসহ তাদের বিভিন্ন দাবিতে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। 

তাঁদের দাবির মধ্যে ছিল, ইবতেদায়ি মাদ্রাসার নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন, প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া ও প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক্‌-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদনের ব্যবস্থা নেওয়া।

এর আগে গতকাল রোববার দুপুরের দিকে শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষকদের লাঠিপেটাও করে পুলিশ। এতে এক নারীসহ ছয় শিক্ষক আহত হয়েছেন।

ইবতেদায়ি শিক্ষকেরা বলছেন, বর্তমানে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ৩ হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষক ৩ হাজার ৩০০ টাকা অনুদান পান। ৪০ বছর অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবন যাপন করছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫