Logo
×

Follow Us

ক্যাম্পাস

মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তিতে জনসাধারণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭

মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তিতে জনসাধারণ

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ছবি: সংগৃহীত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেললাইন ও সড়কপথ অবরোধ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ভোগান্তিতে পরেছে রাজধানীবাসী । মহাখালী রেল ক্রসিং এলাকাকে ঘিরে তৈরি হয় যানজটের। 

এদিকে মহাখালি ফ্লাইওভার ব্যবহার করে কিছু যানবাহন চলাচল করলেও ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী অধিকাংশ মানুষ। এর আগে বিকেল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিংয়ে এসে সড়কপথ ও রেলপথ অবরোধ করে দেন তারা।


আন্দোলকারীরা মহাখালী রেল ক্রসিংয়ের ওপর অবস্থান নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় তাদের মধ্যবর্তী স্থানে রেখে চারিদিকে পুলিশ সদস্যদের ঘিরে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।

এতে সাধারণ মানুষকে হেঁটে আন্দোলনরত স্থান পাড়ি দিতে দেখা গেছে। একই সঙ্গে শ্যমলী, ফার্মগেটের দিক থেকে আসা গাড়ি মহাখালী রেলক্রসিংয়ের আগ থেকে ইউটার্ন নিতে দেখা গেছে। ফলে সাধারণ মানুষ দীর্ঘ পথ হেঁটে এসে উঠছেন গাড়িতে। এছাড়া উত্তরাগামী গণপরিবহনগুলোকে ফ্লাইওভার ব্যবহার করতে দেখা যায়।

এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির অংশ হিসেবে এবার মহাখালীর রেললাইন অবরোধ কর্মসূচি ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন।

এদিকে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বিকেল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং আসেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫