বুয়েট শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯, ২০:২২

উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। ফাইল ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
তিনি ক্ষমা চেয়ে বলেন, আবরার ফাহাদ খুনের পর কিছু কাজ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমার ঘাটতি ছিল। পিতৃতুল্য হিসেবে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি।
আজ শুক্রবার বিকেলে বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠককালে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত বুধবার শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাফর ইকবাল খান পদত্যাগ করেছে।
এদিকে, আন্দোলনের কারণে পাঁচদিন ধরে ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বুয়েটে। শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে শুক্রবার দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে জবাবদিহি করা ও দাবি মানার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে আজকে এ বৈঠকের আয়োজন করা হয়।