খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২২ ডিসেম্বর

প্রতিনিধি, খুলনা বিশ্ববিদ্যলয়
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৪

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ নির্ধারণ করেছেন।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই দিন বেলা ২টা ৩০মিনিটে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলতি বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে যে সব শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তারাই ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৫৩৪২৯৬৪৩০, ০১৭৪০৬৭৩২৪৫, ০১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বরে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd পাওয়া যাবে।