বেরোবিতে অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান হলে অবৈধ শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়তে
নির্দেশ দিয়েছে হল প্রশাসন।
আজ সোমবার হল প্রভোস্ট তাবিউর রহমান
প্রধান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, গত ২৮ আগস্ট প্রভোস্ট বডির এক
মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যারা এখনো আবাসিকতার ফরম পূরণ করেনি তাদেরকে আগামী ১০
সেপ্টেম্বরের মধ্যে আবাসিকতার ফরম পূরণ করতে হবে। আর যাদের ছাত্রত্ব শেষ হয়েছে
তাঁদেরকে উক্ত তারিখের মধ্যে হল ত্যাগ করতে হবে। যদি কেউ এই আদেশ অমান্য করে তাহলে
তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সূত্রে জানা যায়,
৩৪০টি সিটের বিপরীতে বৈধভাবে হলে অবস্থান করছেন মাত্র ৬০ জন শিক্ষার্থী। বাকি
২৮০টি সিটেই অধিকাংশ অনাবাসিক ও মাস্টার্স শেষ হওয়া অবৈধ শিক্ষার্থী। তাঁদের কারণে
নতুন শিক্ষার্থীদের সিট দেওয়া সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন,
‘ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া শিক্ষার্থীদের ফলে হলটিতে প্রতিমাসে আবাসন ফি বাবদ বড়
অঙ্কের টাকা থেকে বঞ্চিত হচ্ছে। এতে হলের কর্মচারীদের নিয়মিত পারিশ্রমিক প্রদান
করা সম্ভব হচ্ছে না।’