Logo
×

Follow Us

ক্যাম্পাস

ঢাবির গণরুম: ভিসি ভবনে সামনে অবস্থান ঢাবি শিক্ষার্থীদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ১৩:০০

 ঢাবির গণরুম: ভিসি ভবনে সামনে অবস্থান ঢাবি শিক্ষার্থীদের

গণরুমের শিক্ষার্থীদের উপাচার্যের বাসভবনে সামনে অবস্থান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুম সমস্যার সমাধান বেঁধে দেয়া সময়ের মধ্যে না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। 

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে গণরুমের শিক্ষার্থীদের সেখানো অবস্থান নেন।

কর্তৃপক্ষ সোমবারের মধ্যে উদ্যোগ না নিলে মঙ্গলবার গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে ওঠার ঘোষণা দিয়েছিলেন সৈকত। 

সে অনুযায়ী ১৯ জন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি আজ সকাল সাড়ে ১০টায় ভিসি বাংলোর ফটকের বাইরে রাস্তার ওপর অবস্থান নেন।

এর আগে ঘোষণা অনুসারে আজ ১০ টার দিকে ভিসির বাড়ির সামনে আসা শুরু করেন গণরুমের শিক্ষার্থী। সৈকত তাদের নিয়ে উপাচার্যের বাসভবনে উপচার্যের সঙ্গে কথা বলতে উদ্যোগী হন। কিন্তু প্রক্টরিয়াল বডি এসময় বাধা দেয় তাকে। তারা জানান উপাচার্য বাসায় নেই। এতে উপাচার্য বাসভবনের সামনে গণরুমের শিক্ষার্থীদের নিয়ে বসে পড়েন সৈকত।

তিনি বলেন, ‘বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো গণরুম সমস্যা। আবাসন সঙ্কটে ঢাকা বিশ্ববিদ্যালয় ভুগছে। ২৮ বছর পর ডাকসু হওয়াতে শিক্ষার্থীদের মনে আশা জেগেছিল যে এ বিশ্ববিদ্যালয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিরা আবাসন সঙ্কট নিরাসনে কাজ করবে। কিন্তু সেটা না করতে পেরে সেপ্টেম্বর মাসের ১ তারিখে আমি গণরুমে উঠেছি। গণরুমে উঠার পর আমি ভিসি স্যারকে একটি স্মারকলিপি দিয়েছে, যেখানে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদী কিছু প্রস্তাবনা দেয়া হয়।’

তিনি বলেন, ‘আমাদের পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী সকালে ভিসি স্যারের বাসভবনে ঢুকতে গেলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা ও গেটম্যানরা বাধা দেয়। এরপর আমরা রাস্তায় অবস্থান নিয়েছি। গণরুম সংকটের সমাধানে দৃশ্যমান কিছু না করা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব, খাব, ঘুমাব।’

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম বলেন, ‘আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এটা তাদের গণতান্ত্রিক দাবি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরিকল্পনাতেও এটা আছে। কিন্তু এটা তো সময়সাপেক্ষ একটি বিষয়। আমরা আশা করি তারা আমাদের আহ্বান অনুযায়ী সরে যাবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে শিক্ষার্থী আছেন ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। আবাসন সঙ্কটের কারণে প্রতিটি হলেই সৃষ্টি হয়েছে ‘গণরুমের’, যেখানে মেঝেতে টানা বিছানা পেতে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের গাদাগাদি করে থাকতে হয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫