Logo
×

Follow Us

ক্যাম্পাস

রাবির ৫০ বছর মেয়াদী মাস্টার প্ল্যান উন্মোচন

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ১৯:০৩

রাবির ৫০ বছর মেয়াদী মাস্টার প্ল্যান উন্মোচন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমানের উৎকর্ষ সাধন ও সম্পদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৫০ বছর মেয়াদী (২০২০-২০৭০) একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন লবিতে স্থাপিত এই মাস্টার প্ল্যানের একটি ত্রি-মাত্রিক মডেল উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

এসময় তিনি মাস্টার প্ল্যানের গ্রন্থিত কপিটির মোড়ক উন্মোচন করেন। সীমিত পরিসরের এই আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমানসহ বিভিন্ন অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ প্রমুখ।

এর আগে চলতি বছরের পহেলা অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০১তম সভায় মাস্টার প্ল্যানটি অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম মাস্টার প্ল্যান ১৯৬২ সালে প্রণীত হয়। নতুন মাস্টার প্ল্যানটিতে প্রথম মাস্টার প্ল্যানের ধারণাগুলোকে সমন্বিত রেখে যুগোপযোগী করা হয়েছে।

বর্তমান মাস্টার প্ল্যানটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় ৭৫০ একর এলাকাকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এতে মূল তিনটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অবকাঠামোগত উন্নয়ন, কৌশলগত এবং স্থানিক পরিকল্পনা। ১০ বছর মেয়াদী প্রথম পর্যায় (২০২০-২০৩০), ২০ বছর মেয়াদী দ্বিতীয় পর্যায় (২০৩১-২০৫০) ও আরেকটি ২০ বছর মেয়াদী তৃতীয় পর্যায়ে (২০৫১-২০৭০) মাস্টার প্ল্যানটি বাস্তবায়িত হবে। এ মাস্টার প্ল্যানে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনার রূপরেখা আছে। দীর্ঘ মেয়াদে সময়ের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতার বিষয়টিও এ মাস্টার প্ল্যানে অন্যতম গুরুত্ব পেয়েছে।


গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই মাস্টার প্ল্যানে যে সকল পরিকল্পনা নেয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- একাডেমিক ও প্রশাসনিক অবকাঠামোর উন্নয়ন, গ্রন্থাগার আধুনিকীকরণ, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ব্যবস্থার উন্নয়ন, রাস্তা-ঘাট ও উন্মুক্ত স্থানের যথার্থ ব্যবহার নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, আধুনিক জিমনেসিয়াম স্থাপন, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি। উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়ার নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি এই মাস্টার প্ল্যান প্রণয়ন করে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ, অধ্যাপক রেজাউর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক প্রকৌশলী খন্দকার শাহরিয়ার রহমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫