‘সুইসাইড নোট’ লিখে চবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ১৫:৪৪

নাইমুর রহমান
খাগড়াছড়িতে নিজ বাড়ি থেকে নাইমুর রহমান নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৬ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলার রামগড়ের সোনাইপুড়ে নিজ বাড়িতে তার লাশ পাওয়া যায়।
মরদেহের পাশে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। এটি দেখে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নাইমুর এ শিক্ষার্থী রসায়ন বিভাগের ২০১৮-’১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এক বছর ধরে নাইমুর বাড়িতেই ছিলেন বলে জানান তার ছোট ভাই মেহেদি হাসান শাওন।
‘বিষণ্নতা’ থেকে নাইমুর আত্মহত্যা করেছে বলে ধারণা তার সহপাঠীদের।
শাওন বলেন, ওই সুইসাইড নোটে মা-বাবার কাছে ক্ষমা চেয়ে লিখেছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, তাই আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
নোটের শেষে ‘বিদায়’ উল্লেখ করে লেখা হয়েছে, ‘এই দুনিয়া আমার জন্য নয়। সবাই পারলে আমাকে মাফ করে দিবেন।’
রামগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাইমুর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ইতিপূর্বে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন বলেও জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।