Logo
×

Follow Us

ক্যাম্পাস

কনডম বিক্রিতে বাধ্য করায় আইইউবিএটির তিন শিক্ষার্থী বহিষ্কার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ২৩:২৯

কনডম বিক্রিতে বাধ্য করায় আইইউবিএটির তিন শিক্ষার্থী বহিষ্কার

র‍্যাগিংয়ের দায়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে এক সাবেক শিক্ষার্থীর সার্টিফিকেট আটকে দিয়েছে প্রশাসন। গত বুধবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাগিংয়ের দায়ে আইইউবিএটির তিন ছাত্রকে তিন থেকে ছয় সেমিস্টার অর্থাৎ এক থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে একজন অ্যালামনাইয়ের সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আইইউবিএটির রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ওই তিনজন শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে তিনি সাজাপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করেননি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, র‍্যাগিংয়ের অংশ হিসেবে ফ্রেশারদের দিয়ে বাসের যাত্রীদের কাছে কনডম বিক্রি করতে বাধ্য করেন অভিযুক্তরা। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সাজা দিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫