Logo
×

Follow Us

ক্যাম্পাস

জাবিতে সশরীরে পরীক্ষা স্থগিত, খোলা থাকবে হল

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৯:৪৬

জাবিতে সশরীরে পরীক্ষা স্থগিত, খোলা থাকবে হল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সশরীরে চলমান পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তবে খোলা থাকবে আবাসিক হলগুলো। 

জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার সাম্প্রতিক দেশকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

গতকাল শুক্রবার রাতে (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এক জরুরি প্রসাশনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন,  আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চললাম পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অনলাইনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। খোলা থাকবে আবাসিক হল। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিস সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত খোলা থাকবে।  

তিনি আরও বলেন, লাইব্রেরি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু বই লেনদেনের জন্য খোলা থাকবে, ভেতরে অবস্থান করা যাবে না। 

এর আগে, গত ৯ জানুয়ারি থেকে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করে জাবি প্রশাসন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫