Logo
×

Follow Us

ক্যাম্পাস

শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১৭:২১

শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের মুক্তির দাবিতে মানববন্ধন। ছবি- প্রতিনিধি

মুন্সীগঞ্জের রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সংলগ্ন সড়কে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক পারভীন জলি বলেন, ‘রাষ্ট্র কতটা দেউলিয়া হলে যেখানে সেখানে ধর্ম অবমাননার দোহাই দিয়ে গ্রেফতার চালাচ্ছে! ইতিহাসের শিক্ষক হিসেবে এখন আমরা আতঙ্কিত বোধ করছি। ক্লাসে ধর্ম নিয়ে আমাদের অনেক এনালাইসিস করতে যদি শিক্ষার্থীরা এগুলোর খণ্ডিত অংশ নেট দুনিয়ায় ছড়িয়ে দেয় তাহলে আমরা প্রতিনিয়ত গ্রেফতার হুমকির মুখে পড়বো। যেই দেশে সব নিয়ম সাধারণ মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য, সেই দেশে জন্মে হৃদয় চন্দ্র মন্ডল ভুল করেছিলেন। ভুল করেছিলেন সেই রাষ্ট্রের ক্লাসরুমে বিজ্ঞান আলোচনা করে। আমরা ধিক্কার জানাই সেই রাষ্ট্রকে, সেই পুলিশকে যারা কোনো তদন্ত না করে হৃদয় চন্দ্র মন্ডলকে জেলে পুরে রেখেছেন।’

এসময় হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, ‘ক্লাসে যুক্তিযুক্ত বিজ্ঞানসম্মত আলোচনার পুরষ্কার স্বরূপ রাষ্ট্র হৃদয় মন্ডলকে জেলে পুরলো। এই কাজের মধ্য দিয়ে জানান দিলো যে মুক্ত বুদ্ধির চর্চা করা যাবে না, করলে আপনাকে জেলে নিক্ষেপ করা হবে। এখানে কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয় নতুবা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্মীদের হাতে হেনস্তার শিকার হতে হয়।’

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক ক্রেতা বিক্রেতায় পরিণত হয়েছে। এখানে শিক্ষকরা টাকার বিনিময়ে শিক্ষা বিলি করছেন। কুয়েটের অন্ত থেকে শুরু করে শরীয়তপুরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যার দায় রাষ্ট্র কোনভাবেই এড়াতে পারে না।

রাষ্ট্রের এরকম ধরাও-পাকড়াও নীতিতে অনেকের সামাজিক মর্যাদা হানি হচ্ছে উল্লেখ করে শোভন হৃদয় মন্ডলকে মুক্তি দেয়া পূর্বক তার সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২২ মার্চ হৃদয় মন্ডলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় বিশ্বাসকে অপমান করা ও ধর্মীয় গ্রন্থের অবমাননার অভিযোগ এনে মামলা করেন একই স্কুলের অফিস সহকারি মো. আসাদ মিয়াঁ। এরপর শিক্ষক হৃদয় মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫