Logo
×

Follow Us

ক্যাম্পাস

বশেমুরবিপ্রবিতে শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

Icon

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১৯:২২

বশেমুরবিপ্রবিতে শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন। ছবি- প্রতিনিধি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারি অধ্যাপক ফায়েকুজ্জামান মিয়ার সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার (৬ এপ্রিল) বেলা ২ টার দিকে আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের পাদদেশে এ মানববন্ধন করা হয়।

এসময় শেখ রাসেল হলের প্রভোস্টের দায়িত্ব পালনের সময় সহকারী অধ্যাপক ফায়েকুজ্জামান মিয়ার সাথে শৃঙ্খলা পরিপন্থী আচরণ করা হয়েছে বলে উল্লেখ করে শিক্ষককে অপমানের সাথে জড়িতদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

এতে 'সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস  চাই' 'অছাত্র এখনো ক্যাম্পাসে কেন' 'ক্যাম্পাসে অরাজকতা চলবে না' ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। 

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে ও প্রক্টর বরাবর একটি গণস্বাক্ষরসহ স্মারকলিপি জমা দেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের (বর্তমান রূপান্তরিত ইইই বিভাগ) ১২-১৩ সেশনের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ও তার অনুসারীরা ওই শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫