জাবিকে হারিয়ে বাস্কেটবলের শিরোপা ঘরে তুললো ইবি

ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৮:২৮

ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুরস্কার বিতরণের সময় তোলা ছবি। ছবি: প্রতিবেদক
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে বাস্কেটবলে ২১টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাস্কেটবল দলকে ৭৪-৬২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
গতকাল রবিবার (২ অক্টোবর) বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাঠে চার কোয়ার্টারে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ স্কোর করায় পুরস্কার পেয়েছেন ইবির ক্রিস্টোফার।
জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও পোলার আইসক্রিমের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে টানা তিন বার (২০১৭-১৮-১৯) ইবি আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে শিরোপা অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এসময় নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সিইও রঞ্জিত চন্দ্র দাশ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।