Logo
×

Follow Us

ক্যাম্পাস

নোবিপ্রবিতে প্রথম মেধা তালিকার ভর্তি শেষে আসন ফাঁকা ৮৯৭

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১২:০৭

নোবিপ্রবিতে প্রথম মেধা তালিকার ভর্তি শেষে আসন ফাঁকা ৮৯৭

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিবেদক

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে এখনো আসন ফাঁকা রয়েছে ৮৯৭ টি। 

মোট ১৪২১টি আসনের বিপরীতে ৫২৪টি আসনে ভর্তি হয়েছে ভর্তিচ্ছুরা। এর ফলে শতকরা ৬৩ শতাংশ আসনই ফাঁকা রয়েছে। নোবিপ্রবিতে মোট ১৪২১টি আসনের মধ্যে  ‘এ’ ইউনিটে আসন ৭৫২টি, ‘বি’ ইউনিটে আসন ৪৯১টি এবং সি ইউনিটে আসন ১৭৮ টি। এর মধ্যে এ ইউনিটে ভর্তি হয়েছে ৩২৬ জন, ‘বি’ ইউনিটে ৯৬ জন এবং ‘সি’ ইউনিটে ১০২ জন।

গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.nstu.edu.bd/) প্রথম মেধাতালিকা প্রকাশ করার পর ৭ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত ১২ নভেম্বর ভর্তি কার্যক্রম শেষে এসব তথ্য পাওয়া যায় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫