জবিতে মঞ্চস্থ হলো ‘স্যার, একটু বাইরে আসবেন?’

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৮:২৫

জবিতে মঞ্চস্থ হলো ‘স্যার, একটু বাইরে আসবেন?’। ছবি: জবি প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে মঞ্চস্থ হয়েছে নাট্য প্রযোজনা ‘স্যার, একটু বাইরে আসবেন?’।
গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) নাটকটির প্রথম প্রদর্শনী বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে, দ্বিতীয় প্রদর্শনী দুপুর ২টায় এবং তৃতীয় প্রদর্শনী বিকেল ৩টায় মুজিব মঞ্চে অনুষ্ঠিত হয়।
যৌথভাবে নাটকটির প্রযোজনা ও নির্দেশনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক রুবাইয়া জাবীন প্রিয়তা ও কৃপাকণা তালুকদার। পোশাক পরিকল্পনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক আফরিন হুদা তোড়া।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা নাটকটি প্রযোজনায় অংশ নেন। তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবি।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক্ষকবৃন্দ এবং শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।