Logo
×

Follow Us

শিক্ষা

ভাষা শহীদদের প্রতি এমএসজে অ্যালামনাইয়ের শ্রদ্ধা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৭

ভাষা শহীদদের প্রতি এমএসজে অ্যালামনাইয়ের শ্রদ্ধা

একুশের সকালে মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ইউল্যাব পরিবার।

এসময় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউল্যাবের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল (অবঃ) ফয়জুল ইসলাম প্রমুখ।

এ সময় বাজছিল অমর সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এর আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। আলোচনায় বক্তব্য প্রদান করেন অধ্যাপক মনজুরুল ইসলাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫