গবেষণার স্বীকৃতি পেলেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষকরা

শিক্ষা ও গবেষণায় স্বীকৃতির ফলস্বরূপ ‘রিচার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। 

মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩ ক্যাটাগরিতে এই পুরস্কার তুলে দেয়া হয়। পরে ওয়েবিনারের মাধ্যমে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো সাইফুল আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় একটি দেশকে ধারণ করে। সে হিসেবে শুধু পাঠক্রম পরিচালনা করেই একটি প্রতিষ্ঠান তার দায়িত্ব শেষ করবে না, বরং গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানেও এগিয়ে আসে। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা। এই গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞান তৈরি করতে হবে; যার গুরুভার প্রধানভাবে শিক্ষকদেরই পালন করতে হবে। এ সময় তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে পরামর্শ প্রদানের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, যে দেশের শিক্ষকের মান যত ভালো, সেই দেশের শিক্ষাব্যবস্থা তত উন্নত ও সমৃদ্ধ। অর্থাৎ প্রকৃত শিক্ষকরাই একটি সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের দায়িত্ব নিতে পারেন। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো নতুন জ্ঞান সৃষ্টি তথা গবেষণা করা। এই গবেষণা একজন শিক্ষকের শুধু জ্ঞানের পরিধিই বাড়ায় না, বরং তাকে শিক্ষাদান কার্যক্রমেও দক্ষ করে তালে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো সাইফুল আজাদ, ইইই বিভাগের চেয়ারম্যান ড. এএসএম শিহাবুদ্দিন ও ক্রিট পরিচালক রাতিল এইচ আশিক।

গবেষণার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন, ইইই বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. ফায়জুর রহমান, ড. এএসএম শিহাবুদ্দিন, আহমেদ আল মনসুর, মোহাম্মদ আসিফ-উল-হক, মেহেরুন নেসা, মাহবুবুর রহমান কিরন, মো. হাসান মারুফ, ডি.এম সাদুজ্জামান, সিএসই বিভাগ থেকে মো. জাহিদুল ইসলাম ও হুমায়ুন কবির রানা।-বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //