Logo
×

Follow Us

শিক্ষা

রাবির আন্দোলন স্থগিত

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১৮:২৬

রাবির আন্দোলন স্থগিত

রোকেয়া হলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে নানা সংকট ও দশ দফা দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে ছাত্রীরা। 

শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় রোকেয়া হলের সামনে সামনে অবস্থান করছেন আবাসিকের ছাত্রীরা। রাবির আবাসিক হলগুলোতে নানা সংকট সমাধান চেয়ে ১০ দফা দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্রীরা।

অবশেষে প্রায় একঘন্টা আলোচনা শেষে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে প্রক্টর বলেন, হলের মেজর সমস্যাগুলো রয়েছে সেগুলো খুব শীগ্রই সমাধান করা হবে।

হলের মেয়েদের সাথে খালাদের দুর্ব্যবহার নিয়ে প্রক্টর বলেন, এ বিষয়ে আমরা ওনাদের সাথে কথা বলব। ফরমালি ছাত্রীদের সাথে কথা বলে। আর বাকী যে সমস্যা রয়েছে সেগুলো ভিসির সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর জয়ন্তী রানী বসাক বলেন, হলের মশা নিয়ন্ত্রণ ও ওয়াইফাই সমস্যা দ্রুত সমাধান করা হবে। সেজন্য আগামী তিনদিনের জন্য সময় দিতে হবে। আগামী ২৩ নভেম্বর বিকাল ৪টার মধ্যে সিদ্ধান্তগুলো জানিয়ে দেয়া হবে। বাকী সমস্যাগুলো প্রশাসনের সাথে কথা বলে তারপর সমাধান করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫