Logo
×

Follow Us

শিক্ষা

১৮ মাস পর খুলেছে রাবিপ্রবির আবাসিক হল

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৭:০৬

১৮ মাস পর খুলেছে রাবিপ্রবির আবাসিক হল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মহামারি কোভিড-১৯ এর কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়িস্থ অস্থায়ী আবাসিক হলের শিক্ষার্থীদের ফুল ও মাস্ক বিতরণ করে বরণ করে নেন। পরে তিনি আবাসিক হলগুলো পরিদর্শন করেন।   

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা ত্রিবেনী চাকমা জানান, গত ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক কাউন্সিল সভায় শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ টিকাগ্রহণ সাপেক্ষে ২৫ নভেম্বর থেকে আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা করোনা টিকা কার্ডের ফটোকপি জমা দিয়ে রেজিস্ট্রার খাতায় নাম সংযুক্ত করে হলে প্রবেশ করেন। রাবিপ্রবির দুইটি অস্থায়ী হলে ১১৪ জন ছাত্র ও ৩১ ছাত্রীর আবাসনের ব্যবস্থা রয়েছে। এরমধ্যে প্রথম দিনে প্রায় ২৫ জন শিক্ষার্থী হলে প্রবেশ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫