Logo
×

Follow Us

শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ইবি শিক্ষকরা

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২২, ১৫:০০

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ইবি শিক্ষকরা

ইসলামী বিশ্ববিদ্যালয়

এ বছর ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছভিত্তিতে ভর্তি পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর মাসে। 

এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা গুচ্ছের পক্ষে মতামত দিয়েছেন। এদিকে গুচ্ছে গেলে পরীক্ষা সংক্রান্ত কোনরকম কাজে অংশ গ্রহণ করবে না বলে সংবাদ সম্মেলনে জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তবে সার্বিক বিবেচনায় সেই মতামত হতে শিক্ষকরা সরেও আসতে পারেন বলে  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে, গত ৩ এপ্রিল গুচ্ছের বিপক্ষে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি৷ শিক্ষকদের মতামত উপেক্ষা করে গুচ্ছ ভর্তি পরীক্ষায় গেলে ভর্তি সংক্রান্ত সকল কাজ না করার হুশিয়ারি দেয় শিক্ষকরা। 

এ নিয়ে শিক্ষক সমিতির সাথে কয়েক দফায় আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। কিন্তু শিক্ষকরা নিজেদের অবস্থান থেকে পিছুপা হয়নি। তবে গুচ্ছে যাওয়া নিয়ে এখন দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন শিক্ষকরা।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত আমরা সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের উপরে আছি। তবে বিষয়টি নিয়ে আমরা শিক্ষকদের সাথে আলোচনা করছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫