কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যারিয়ার ও নেতৃত্ব ভিত্তিক সংগঠন এন্ট্রপ্রেনিয়রশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট (ইএলডিসি) ক্লাবের ২০২৩ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার (২৯ জানুয়ারি) ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি ও ফাউন্ডার মো. জহির রায়হান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় এবং একই দিনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নতুন সদস্যদের নিকট দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী ক্লাব কমিটি।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. সামিউল ইসলাম জিসান (১৩ তম আবর্তন) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফতাব উল হক (১৪ তম আবর্তন)।
এছাড়াও ৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসাবে আছেন মুশফিক আহমেদ রাফি ও নুবাদ্দিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুনিরা আক্তার ও মো. সাইদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার কেয়া, মেহেরাব হোসেন এবং আবদুল্লাহ আল রায়হান।
উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইএলডিসি নতুন কমিটি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh