বিশ্ব সেরাদের তালিকায় নোবিপ্রবির ১২৯ গবেষক

বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত সেরা গবেষকদের তালিকায় জায়গা পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১২৯ জন গবেষক। 

সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এডির তথ্য মতে, নোবিপ্রবি থেকে সেরা গবেষকদের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় চারগুণ বেশি। গত বছরের র‌্যাংকিংয়ে এডির তালিকায় স্থান করে নিয়েছিল ৩৬ জন গবেষক।

উল্লেখ্য, এবছর দেশের ১৬৮টি সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ছয় হাজার তিনশত পয়ত্রিশ (৬৩৩৫) জন গবেষকদের তালিকা প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক। এর মধ্যে নোবিপ্রবি থেকে নির্বাচিত হয়েছেন বিভিন্ন বিভাগের মোট ১২৯ জন গবেষক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //