চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরসহ প্রশাসনের ১৭ জনের একটি বড় অংশ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
আজ রবিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদের কাছে দুপুর সাড়ে ১২ টার দিকে তারা এই পদত্যাগপত্র জমা দেন।
যারা পদত্যাগ করেছেন
১. অধ্যাপক ড. রবিউল ইসলাম ভূঁইয়া, প্রভোস্ট, শহীদ আব্দুর রব হল।
২. মো. শাহরিয়ার বুলবুল, আবাসিক শিক্ষক, শাহজালাল হল।
৩. অনাবিল ইহসান, আবাসিক শিক্ষক, এ এফ রহমান হল।
৪. ফারজানা আফরিন রুপা, আবাসিক শিক্ষক, প্রীতিলতা হল।
৫. ড. এইচ এম আব্দুল্লাহ, আবাসিক শিক্ষক, শহূদ আন্দুর রব হল।
৬. রমিজ আহমেদ, আবাসিক শিক্ষক, শহীদ আব্দুর রব হল।
৭. সাকিলা তাসমি, আবাসিক শিক্ষক, শামসুন্নাহার হল।
৮. নাসরিন আক্তার, আবসিল শিক্ষক, দেশনেত্রী খালেদা জিয়া।
৯. ড. শাহ আলম, আবাসিক শিক্ষক, দেশনেত্রী খালেদা জিয়া।
১০. উম্মে হাবিবা, আবাসিক শিক্ষক, দেশনেত্রী খালেদা জিয়া।
১১. ঝুলন ধর, সিনিয়র আবাসিক শিক্ষক, আলাওল হল।
১২. প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া।
১৩. সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম, শহীদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল, গোলাম কুদ্দুস লাভলু।
১৪. আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো ওমর ফারুক।
রবিবার দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন প্রক্টর ও দুইজন সহকারী প্রক্টরের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে প্রক্টর এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ রোকনউদ্দিন ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের প্রভাষক সৌরভ সাহা জয়কে সহকারী প্রক্টর করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। আমার কাছে তারা কয়েকজন এসে এই পদত্যাগ পত্র জমা দেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh