স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ইউনিট, বরিশাল জোনের কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকবাল হাসান। সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের বর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আসিক উদ জামান ৷
আজ রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট (বরিশাল জোন) কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর- ২০২২ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে জোনাল প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সভাপতি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সিবাত আহমেদ।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কামরুল হাসান, আরাফাত জাহান ইয়ানা ৷ সহ-সাধারণ সম্পাদক-সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক-আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক-মনজুরুল হক, কোষাধ্যক্ষ পদে মো. শোয়েবুর রেজা, প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিক, তথ্য ও শিক্ষা সম্পাদক নূরউল্লাহ সিদ্দিকী৷
এছাড়াও নির্বাহী সদস্য হিসাবে ফারহানা, হাসনাত আবুল আলা, তালিবুল ইসলাম রাকিব,আশা জাহান, মো. ফয়সাল আহমেদকে আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয় ৷
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ আগস্ট থেকে বাঁধন ববি ইউনিটের যাত্রা শুরু করে। রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে৷
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বরিশাল বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিট ববি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh