Logo
×

Follow Us

শিক্ষা

চবি প্রশাসন থেকে আরো ৩ শিক্ষকের পদত্যাগ

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ২০:০০

চবি প্রশাসন থেকে আরো ৩ শিক্ষকের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসন থেকে আরো তিনজন শিক্ষক পদত্যাগ করছেন। বিশ্ববিদ্যালয় থেকে এ নিয়ে মোট ২০ জন শিক্ষক পদত্যাগ করলেন।

আজ সোমবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদের কাছে এই পদত্যাগ পত্র জমা দেন।

রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আরো ৪ পদের বিপরীতে তিনজন পদত্যাগ করেছেন। দুইজন প্রভোস্ট, একজন সহকারী প্রক্টর এবং একজন পরিবহন দপ্তরের প্রশাসক।

পদত্যাগকারী শিক্ষকরা হলেন

১. অধ্যাপক ড. সাইদুল ইসলাম, প্রশাসক পরিবহন দপ্তর ও প্রভোস্ট, খালেদা জিয়া হল।
২. সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব।
৩. ড. সুমন বড়ুয়া, প্রভোস্ট, অতীশ দীপঙ্কর হল।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, ব্যক্তিগত কারণ ও একাডেমিক ব্যস্ততা দেখিয়ে  তারা সবাই পদত্যাগ করেছেন। 

এ বিষয়ে পদত্যাগকারী শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে ব্যক্তিগত কারণ ছাড়া কেউ মুখ খুলতে রাজি হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে উপাচার্য ড. শিরীণ আক্তারের সঙ্গে এই শিক্ষকদের বিরোধ চলছিল, যাদের সবাই এই উপাচার্যের সময়কালেই প্রশাসনিক বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন। উপাচার্যের সিদ্ধান্তে আত্মীয়স্বজনের হস্তক্ষেপ, সিন্ডিকেট সদস্যের প্রভাব বিস্তারসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের দ্বিমত ছিল।

পদত্যাগী শিক্ষকরা মনে করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যেসব সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে, এতে উপাচার্যের ঘনিষ্ঠজনদের দায় আছে। কিন্তু প্রশাসনিক পদে থাকায় অযথা তাদের দুর্নামের দায় নিতে হচ্ছে। এ অবস্থায় ১৬ শিক্ষক প্রশাসনিক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫