বেরোবিতে ওবিই কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৯ আগস্ট) রংপুরের ইসলামবাগে অবস্থিত স্কাই লন কনফারেন্স সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গুণগত পাঠদান, নিত্য নতুন জ্ঞান সৃষ্টি, ব্যবহারিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, বিচক্ষণতা ইত্যাদি নিশ্চিত করা যায়। 

তিনি আরও বলেন, আউটকাম বেসড এডুকেশন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বলেন, সময়ের সঙ্গে বাড়ছে যুগোপযোগী শিক্ষার গুরুত্ব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং শিক্ষার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে আউটকাম বেসড এডুকেশন।

কর্মশালায় বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন সভাপতির বক্তব্যে আউটকাম বেসড এডুকেশনের প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর মো. শরিফুল ইসলাম। কর্মশালায় বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৬টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //