ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ পিএম
ডেস্ক রিপোর্ট
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে বিভিন্ন বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থীদের বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা দেখানো হয়েছে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা দেখতে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।
উপাচার্য বলেন, এই সিনেমাতে শুধু রণাঙ্গনের চিত্রই নয়, এর বাইরের অদেখা একাত্তরের দুর্দশা ও বর্বরতাকেও দেখিয়েছে। সম্মানিত রেজিস্ট্রার বলেন, এই সিনেমায় যে আবেগ তৈরি হয়েছে, তাতে চোখে অজান্তেই পানি চলে আসছে।
শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে ১৯৭১-এর চেতনায় উজ্জীবিত করতে এই ধরনের সিনেমা বেশী বেশী দেখা উচিত এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জেনে সোনার বাংলা গড়ে তুলতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh