হাবিপ্রবিতে যন্ত্র প্রকৌশল বিভাগের ‘মেকা-ফেস্ট’ অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) যন্ত্র প্রকৌশল বিভাগের ১৮ ব্যাচের বিদায়ী সংবর্ধনা ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ‘মেকা-ফেস্ট ২৩’ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মফিজউল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন- বিভাগটির সহকারী অধ্যাপক খো. নাজমুল আহসান, সহকারী অধ্যাপক মো. জিসান মাহমুদ, সহকারী অধ্যাপক মো. রাসেল আহমেদ এবং প্রভাষক মো. আব্দুর রহিম হীরা। 

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম-১ এ বিকেল ৪টায় শুরু হয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হয়। অনুষ্ঠানে হাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মফিজউল ইসলাম বলেন, তোমরা যে সময়টা পার করছো সামনে এর চেয়ে কঠিন সময় আসছে৷ লক্ষ্য পর্যন্ত না যাওয়া পর্যন্ত লেগে থাকতে হবে এবং এর জন্য কোনো শর্টকাট পথ নেই। 

তিনি আরো বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কিছু সংকট আছে। তবে খুব শীঘ্রই সংকটগুলো কেটে যাবে৷ খুব শীঘ্রই সেটআপ হওয়া দুটি ল্যাবের উদ্বোধন করা হবে৷ ল্যাব, ক্লাসরুমের সংকট আর থাকছে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //