ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ ও র‍্যালি

ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম ‘অপারেশন তুফান আল-আকসার’ প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ ও র‍্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে র‍্যালি বের করেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ‘হামাস’ ইসরায়েলে ত্রিমাত্রিক হামলা চালায়। পরে পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বর্তমানে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই যুদ্ধে ইসরায়েলের দখলদারিত্ব ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশের আয়োজন করে ইবির শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ১৯৪৮ সাল থেকে দীর্ঘ  ৭৫ বছর ধরে ইসরায়েলি অবৈধ দখলদার বাহিনী ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন চালিয়ে আসছে। তারা হত্যাযজ্ঞের মাধ্যমে বৈধ নাগরিকদের উৎখাত করে ফিলিস্তিনের বুকে কায়েম করেছে অবৈধ ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েলিদের দীর্ঘদিনের দমন-পীড়নের বিরুদ্ধে যখন ফিলিস্তিনিদের শান্তি মিশন ‘তুফান আল-আকসা’ ঘোষণা করা হয়েছে তখন পশ্চিমাদের দরদ উথলে পড়ছে। কিন্তু যখন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি শিশুদের বুকে গুলি করে রক্তে রঞ্জিত করেছিলো, মায়ের সামনে সন্তানকে হত্যা করেছিলো, ভাইয়ের সামনে বোনকে নির্যাতন করেছিলো তখন পশ্চিমাদের দরদ কোথায় ছিলো।

এসময় তারা আরও বলেন, আজকে পৃথিবীবাসী দেখতে চায় কারা শান্তির পক্ষে আছে, আর কারা সন্ত্রাসের পক্ষে আছে। যদি আমেরিকাসহ পুরো পৃথিবী শান্তির পক্ষে আসতে চায় তাহলে অবশ্যই ইসরায়েলকে দখলদার অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।

এদিকে সমাবেশ শেষে অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি বের করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //