এসএসসি ৯৩ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সকাল ৮টা হতে বাংলাদেশ থেকে ৯৩ ব্যাচের প্রায় আট শতাধিকের অধিক বন্ধু অংশ গ্রহণ করে।
দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগ আপ্লূত হয়ে পড়েন। খোঁজ খবর নেন পুরনো বন্ধু ও তাদের পরিবার পরিজনের। এসময় অনেকেই স্কুল জীবনের স্মৃতিচারণায় মেতে উঠেন। বহুদিন পরে প্রিয় বন্ধুকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নেয় অনেকেই। অনেক চেহারা চেনা মনে হলেই পরিচয় যেনে নিশ্চিত হয়ে তিনিই সেই স্কুল বন্ধু। অনেকেই চিৎকার দিয়ে বলে দেয় ‘আরে তুই’। এভাবেই পুরো হলরুম যেন একটা মিলনমেলায় পরিণত হয়।
আয়োজক কমিটির ইকবাল হোসেন বলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কের নাম হলো বন্ধুত্ব। এই চিরসত্য বাক্যটির গভীরতা কতটা তার তখনই বোঝা যায় যখন যাপিত জীবনে খুঁজে পাওয়া যায় সত্যিকারের বন্ধুদেরকে। আবার দুঃখের দিনেও তুমুল সাহস যোগায় এই বন্ধু।
সারাদিন গল্প আড্ডায় মেতে সময় পার করেন বন্ধু ও স্বজনেরা। দীর্ঘদিন পরে পূর্ব পরিচিত মুখ গুলো নতুন করে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পড়ন্ত বিকেলের গোধূলির আলোয় চারদিক যখন কিঞ্চিত অন্ধকার তখন অনেকেই মলিন মুখে হাসতে হাসতে গান ধরে দেখা হবে বন্ধু দেখা হবে। এভাবেই গল্প আড্ডা আর চিরচেনা শিল্পী বন্ধুদের গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মিলন মেলার অনুষ্ঠানের প্রথমে সকালের নাস্তা ও পরিচিতি পর্ব। বুফে লাঞ্চ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয় বন্ধুত্বের মিলন মেলা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মিলনমেলা অনুষ্ঠিত এসএসসি ৯৩
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh