জাবি উপাচার্যের নামে ভুয়া মেইল খুলে টাকা চাওয়ার অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৪, ২৩:৪১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম। ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের নামে ভুয়া ইমেইল আইডি খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা ঘটেছে।
profdrmdnurulalam@gmail.com নামক মেইল আইডি থেকে এ ধরনের কাজ করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেই সাথে এই ইমেইল থেকে পাওয়া তথ্য আমলে না নেওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, ভুয়া ইমেইল আইডি থেকে টাকা চাওয়া ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের বিষয় আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, এই মেইল আইডি তার নয়। কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই মেইল আইডি ব্যবহার করে সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।