Logo
×

Follow Us

শিক্ষা

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার পরদিনই ফল প্রকাশ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৪, ১৯:৪১

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার পরদিনই ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

গুচ্ছের বাইরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার পরদিনই ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ রবিবার (১২ মে) সকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে ফলাফল হস্তান্তর করেন ইউনিট সমন্বয়কারী এবং ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। এর আগে শনিবার (১১ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ‘ডি’ ইউনিটভুক্ত চারটি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন ১ হাজার ৯০৬ শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কৃতকার্য হয়েছেন ১৪০৬ জন ভর্তিচ্ছু। পাশের হার ৭৯ শতাংশ।

ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, আমরা তিনটি মেরিট লিস্ট প্রকাশ করেছি। এর মধ্যে ওয়েবসাইটে একটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ক্রমান্বয়ে বাকিগুলো প্রকাশিত হবে। আমরা ১৫ জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু করার চেষ্টা করবো। আর এরমধ্যে গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার সাথে সমন্বয় করে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫