Logo
×

Follow Us

ক্যাম্পাস

কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ২১:৪৫

কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার (১ জুলাই) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে এ প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এর আগে, গত ৯ই মে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে  বিক্ষোভ মিছিল করেছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ।

এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে ভোলা রোড প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। এ সময় সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলেরও দাবি জানান তারা।

সব ধরনের কোটা বাতিল চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, আমরা আসলে একটা বৈষম্যমূলক ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি।

আমরা এখানে মূলত কোটাপ্রথার সংস্কারের দাবিতে এসেছি। আমি একজন নারী, আমি চাই যে নারী কোটাও না থাকুক। আমরা এখন আর সেই বেগম রোকেয়ার যুগে নেই।

এই নারী কোটার মাধ্যমে নারীদের সমাজে আরো বেশি হেয় করা হয়। ৩০% মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য অপ্রয়োজনীয় কোটা ব্যবস্থাগুলোর বাতিল দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ০৫ মে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫