Logo
×

Follow Us

শিক্ষা

২ ঘণ্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ২০:৪৬

২ ঘণ্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক

কোটা আন্দোলন। ছবি: ইবি প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান ‘বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে আজ সোমবার (৮ জুলাই) বিকেল পোঁনে ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

এসময় রাস্তায় আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ রাখেন আন্দোলনরতরা। এতে দীর্ঘ যানজটের কারণে কুষ্টিয়া ও ঝিনাইদহের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। এসময় মহাসড়কে কোটা বিরোধী বিভিন্ন পথনাটক, প্রতিবাদী গান ও কবিতা উপস্থাপন করেন শিক্ষার্থীরা।  

এর আগে দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলনে মাঠে নেমেছি। আমাদের যৌক্তিক দাবি অতিদ্রুত মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫