বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ২২:৩৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৪ই জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিল বের করে মহাসড়কটি অবরোধ করেন। এসময় অবরোধকারী শিক্ষার্থীদের হাতে লাঠি দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ হামলার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছি। অবিলম্বে হামলার বিচার করা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সোমবার দুপর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ববির গ্রাউন্ড ফ্লোরে ফের বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর আবারও মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তারা।
এছাড়া একই দাবিতে রবিবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করেছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।