
গুগল মিটে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।
তিন দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল রবিবার সারাদেশে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছেন তারা।
আজ শনিবার (২৭ জুলাই) রাত ৮টায় অনলাইন প্ল্যাটফর্মে গুগল মিটে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নাম মাসউদ বলেন, আগামীকালকের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সকল শিক্ষার্থীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরশুদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে।
এসময় আরেক সহ-সমন্বয়ক রিফাত রশিদ তিনটি পয়েন্ট উল্লেখ করেন। যদিও সেগুলোকে দফা বলে রাজি নন তারা। সেগুলো হলো- অতিদ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়াসহ সব মামলা প্রত্যাহার করা এবং ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা।
পরবর্তী কর্মসূচি ঘোষণা করে হান্নান মাসউদ বলেন, স্কুল-কলেজ ও স্থানীয় ইউনিটগুলোতে হেলথ ফোর্স গঠন করে আহত ও নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি ও তাদের পরিবারকে সহায়তা দান এবং রবিবার সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে।
এসময় ওই সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার যুক্ত ছিলেন।