রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ‘দলীয় রাজনীতি’ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তি জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার বিকেলে রাবিপ্রবির উপ-রেজিস্ট্রার অনিল জীবন চাকমার সই করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এতদ্বারা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্যে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অদ্য ১৩ আগস্ট তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি (৬ষ্ঠ) সভার সিদ্ধান্ত ৬.১ (ক) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের দলীয় রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।’
বিজ্ঞপ্তিতে মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় ডেপুটি রেজিস্ট্রার।
প্রসঙ্গত, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) পাহাড়ের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে একাডেমিক কার্যক্রম শুরু করা বিশ্ববিদ্যালয়টিতে এখনো নির্মিত হয়নি স্থায়ী ভবন। গত জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি শুরুর দিকে দুইটি বিভাগ থাকলেও বর্তমান বিভাগ সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত রাবিপ্রবিতে কোনো ছাত্র রাজনৈতিক সংগঠনের শাখা কমিটি নেই।
বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্বপালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার। যদিও বিশ্ববিদ্যালয়ের আইনে উল্লেখ্য আছে, উপাচার্য নিয়োগে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ এমন একজন ব্যক্তিকে চার বছর মেয়াদের জন্য উপাচার্য পদে নিয়োগদান করা যাবে। রাবিপ্রবির প্রথম উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. প্রদানেন্দু চাকমা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh