দেশের বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য রবিবার (২৫ আগস্ট) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করেন।
কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী নগদ অর্থ, শুকনো খাবার, পুরোনো জামা কাপড়, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধপত্রসহ নানান ত্রাণসামগ্রী সংগ্রহ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন। ত্রাণ সংগ্রহ কার্যক্রমে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ত্রাণ সংগ্রহের উদ্দেশ্যে রাবিপ্রবিয়ানরা রাঙ্গামাটি শহরের ভেদভেদী, বনরুপা, পৌরসভা, দোয়েল চত্বর, রিজার্ভ বাজার, তবলছড়িসহ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে বুথ স্থাপন করেন। দিনভর বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহের পর রাবিপ্রবি ছাত্রহলে জমা করা হয়।
বন্যা কবলিত এলাকার জন্য সারাদিনে রাবিপ্রবিয়ানরা প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি সংগ্রহ করেন বলে জানা যায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh