নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহ–উপাচার্য পদ হতে মুহাম্মদ সামাদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুহাম্মদ সামাদকে সহ–উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের অনুমিত প্রদান করা হলো।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশাকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর তাঁকে গতকাল নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর সায়মা হক গতকাল যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ–উপাচার্য পদত্যাগ করেন। এরপর সেসব পদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
২৭ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্যের দায়িত্ব পেয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh