ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হলে প্রথম বর্ষ থেকে শতভাগ সিটের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এছাড়াও শতভাগ সিট নিশ্চিত দাবিসহ তারা আরো ছয় দফা দাবি পূরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ ৬ দফা দাবি তোলেন তারা।
দাবিগুলো হলো
১. ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে।
২. ১ম বর্ষের ১ম দিন থেকেই সিট প্রদান করতে হবে।
৩. মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে।
৪. নতুন হল নির্মাণের আগ পর্যন্ত যাদের আবাসন সমস্যা আছে, ক্লাস শুরুর আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সাতদিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
৫. হলগুলোর সংস্কার করতে হবে। (বিল্ডিংগুলো নিরাপদ কি না তা পরীক্ষা করা, খাবারের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা, লন্ড্রিসেবা, বিশুদ্ধ পানি, অবকাঠামোগত সংস্কার, প্রশাসন কর্তৃক তদারকি ইত্যাদি)।
৬. মেয়েদের হলের আশপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ সমাবেশ অংশ নেওয়া ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নিশিতা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এতটা কষ্ট করে আমরা এখানে পড়তে আসি। সেখানে আমাদেরকে থাকতে হয় বসবাসের অযোগ্য একেকটি হলে। আমরা এই অবস্থার দ্রুততম নিরসন চাই।
এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কিছু সময় অবস্থান করেন শিক্ষার্থীরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh