ঢাবি ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ চায় ৮৪ শতাংশ শিক্ষার্থী: জরিপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন প্রায় ৮৪ শতাংশ শিক্ষার্থী। এছাড়া সংস্কার করে বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি প্রত্যাশা করেছেন মাত্র ১৬% শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মোট ৭৮টি বিভাগ ও ১০টি ইনস্টিটিউটের ২ হাজার ২৩৭ জন শিক্ষার্থীরা ওই জরিপে অংশ নেন। 

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা সাংবাদিক সমিতিতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি ও রাজনৈতিক কার্যক্রম বিষয়ে শিক্ষার্থীদের অভিমত’-শীর্ষক গবেষণা জরিপের ফল প্রকাশ করা হয়। 

জরিপের ফলাফল অনুযায়ী সর্বমোট ৯৬% শিক্ষার্থী দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন, যার মধ্যে ৭১ শতাংশ খুবই নেতিবাচক প্রভাব ও ২৫ শতাংশ নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন। এর বিপরীতে ৩ শতাংশ শিক্ষার্থী দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন, যার মধ্যে ১ শতাংশ খুবই ইতিবাচক প্রভাব ও ২ শতাংশ ইতিবাচক প্রভাব বলে মনে করেন। ১ শতাংশ শিক্ষার্থী মনে করেন দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর কোনো প্রভাব ফেলে না।

জরিপের দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিয়ে প্রত্যাশায় ৮৩.৮% শিক্ষার্থী দলীয় ছাত্র রাজনীতিকে ‘একেবারেই নিষিদ্ধ’ রূপে প্রত্যাশা করেছেন। সংস্কাররূপে বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি প্রত্যাশা করেছেন মাত্র ১৬% শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি যে অবস্থায় আছে সেই অবস্থায়ই প্রত্যাশা করেছেন মাত্র ০.২%। ৮৮% শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির ‘কোন গুরুত্ব নেই’ বলে মনে করেন।

এছাড়া দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিকল্প হিসেবে ৮১.৯% শিক্ষার্থী নিয়মিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও দলীয় ছাত্র রাজনীতির প্রশ্নে ৮০% শিক্ষার্থী শুধুমাত্র ছাত্র সংসদ চান, তবে দলীয় ছাত্র রাজনীতি চান না বলে মতামত দিয়েছেন।

ছাত্র রাজনীতির মূল প্রভাব হিসেবে ৮৭.৫% শিক্ষার্থী ক্ষমতার অপব্যবহারকে উল্লেখ করেছেন। ৮৭.৩% শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের উপর মানসিক চাপ, ৮৪.৭% শিক্ষার্থী ভয়ংকর গেস্টরুম কালচার, ৭৭.২% রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংতা, ৭৪.১% দাঙ্গা-হাঙ্গামা, ৬৮.৮% নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতা, ৬৮.৭% জাতীয় রাজনৈতিক দলের প্রভাব, ১১.৪% নেতৃত্বে সুযোগ সৃষ্টি, ৪.৬% ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং ৪.৫% অন্যান্য প্রভাব উল্লেখ করেছেন। 

জরিপের ফলাফলে আরও দেখা যায়, ক্যাম্পাসভিত্তিক বা হলভিত্তিক দলীয় ছাত্র রাজনীতির কমিটি প্রদানকে ৯৪% শিক্ষার্থী সমর্থন করেন না। ৯৫% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতির সভা-সমাবেশ, মিছিল-মিটিং সমর্থন করেন না। ৮১% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রমের কারণে তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মত প্রকাশ করেছেন।

গত ৩ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। গবেষকরা জরিপের ফলাফল বিশ্লেষণ করে ৪টি সুপারিশ প্রদান করেন। সেগুলো হলো- ১। দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণ। ২। ডাকসু পুনর্জীবিত ও সংস্কার। ৩। শিক্ষা ও গবেষণা উন্নয়ন কমিটি গঠন। ৫। শিক্ষা ও গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh