হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. সাঈদ সায়েম উদ্দিন চৌধুরী।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. শাহীনুর ইসলাম এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে ড. সাঈদ সায়েম উদ্দিন চৌধুরীকে চার বছর মেয়াদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, তার নিয়োগের মেয়াদ থেকে আগামী চার বছরের জন্য ভিসি পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। 

সাঈদ সায়েম উদ্দিন চৌধুরী হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদ সাহেব বাড়ির বাসিন্দা ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের সাবেক ছাত্র।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন জাতীয় সংসদে পাস হয়। ২০২২ সালের ২২ মার্চ মো. আবদুল বাসেতকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh